Пожертвування 15 вересня 2024 – 1 жовтня 2024 Про збір коштів

হৃদয় জুড়ানো সালাত

হৃদয় জুড়ানো সালাত

শাইখ মিশারি আল-খাররাজ, আশিক আরমান নিলয়
Наскільки Вам сподобалась ця книга?
Яка якість завантаженого файлу?
Скачайте книгу, щоб оцінити її якість
Яка якість скачаних файлів?
প্রকাশকের কথা

পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে একজন মুসলিনের কমপক্ষে ১ ঘন্টা সময় লাগে। এখন কোনো অবিশ্বাসী বস্তুবাদী মন চাইলে হিসেব কষে বের করে ফেলতে পারবে—তাহলে তো মুসলিমদের বিলিয়ন বিলিয়ন কর্মঘণ্টা ব্যয় হয়ে যায় এই এক সালাতেই। জ্ঞানবিজ্ঞান বা প্রগতিতে তারা অবদান রাখবে কীভাবে?

পৃথিবীকে জ্ঞানবিজ্ঞানের পথ দেখিয়েছে এই মুসলিমরাই। তারা যেকোনো হিসাবেই আমাদের চেয়ে বেশি নামাজি ছিলেন। সালাত এবং অন্যান্য ইবাদতে নিরত থেকেই তারা পৃথিবী শাসন করেছেন। অতএব সালাত পড়ার কারণে নয়; আমরা বরং সালাত ঠিকমত আদায় না করার কারণেই পিছিয়ে পড়ছি।

সবাই কমবেশি হতাশ। কেউ সিনেমা-মিউজিক, কেউ-বা নেশায় মত্ত থেকে হতাশা ভুলে থাকতে চায়। ভুলে থাকা আর অতিক্রম করা এক নয়। তাই তো নেশা কেটে গেলে তাদের হতাশা আরো বেড়ে যায়। মুসলিমরা সালাতের মাধ্যমে হতাশাকে জয় করে আল্লাহর সাথে তাদের সম্পর্ককে করে আরো মজবুত।


আবদিয়ত বা দাসত্ব মানুষের রক্তে মেশানো। জগতের সবাই পূজায় ব্যস্ত। কেউ কল্পিত দেব-দেবীর, কেউ চন্দ্রসূর্যের, কেউ আগুন-পানির আর কেউ-বা উপাসনা করছে অন্যনামের ভিন্ন কিছুর। একমাত্র মুসলিমরাই সেই সত্তার ইবাদত করে, যিনি উপাসনার প্রকৃত হকদার। সালাতের সাথে তাই অন্যকিছুর আসলে তুলনাই চলে না।

দুঃখের কথা হলো, আমাদের সালাত হয়ে পড়েছে প্রাণহীন। ফলে আমরা আমাদের যাপিত জীবনে সালাতের প্রভাব দেখতে পাই না। সালাতের প্রাণ খুশুখুযু। সালাতে কীভাবে খুশুখুযু ফিরিয়ে আনা যায়, তা সবিস্তারে আলোচনা করা হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থে। খুশুযু ছাড়া সালাত যেন কেবল যান্ত্রিক ওঠাবসা। সালাতের প্রতিটি পর্বে কীভাবে খুশুখুজু ধরে রাখা যায়, তার সংক্ষিপ্ত অথচ গোছালো এবং পূর্ণাঙ্গ আলোচনা রয়েছে এই বইয়ে।

সালাত মুসলিম-জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এ বিষয়ে আমাদের সবার বিস্তারিত জানা উচিত। সালাত বিষয়ে সমকালীন প্রকাশন থেকে খুশুখু এবং হাইয়া আলাস সালাহ নামে আরো দুটি বই ইতঃপূর্বে প্রকাশিত হয়েছে। সালাত বিষয়ে পাঠকের চাহিদা পূরণে এই বইগুলো কাজে দিবে, ইনশাআল্লাহ।

সবার জন্য দরকারি এমন একটি বই প্রকাশ করতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। পাঠক উপকৃত হলেই আমাদের শ্রম সার্থক হবে। আল্লাহ বই সংশ্লিষ্ট সবাইকে উত্তম বিনিময় দান করুন। 

আমিন।

Категорії:
Рік:
2022
Видання:
1
Видавництво:
সমকালীন প্রকাশন
Мова:
bengali
Сторінки:
68
Файл:
PDF, 21.67 MB
IPFS:
CID , CID Blake2b
bengali, 2022
Читати Онлайн
Виконується конвертація в
Конвертація в не вдалась